তৃপ্তি পাল কর্মকার: গত রাত থেকে দীর্ঘক্ষণ জল পাম্প চালিয়েও কাজ হল না, অবশেষে আজ ২ জানুয়ারি সকালে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করতে পুকুরে জেলে নামাতে হল। বেশ কিছুক্ষণ তল্লাশি করে সেই জেলে নিখোঁজ হওয়া ব্যক্তির নিথর দেহ জল থেকে তুলে আনলেন। তল্লাশি দেখতে এলাকায় অগুণিত মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত ৩১ ডিসেম্বর রাত থেকে দাসপুর থানার জোৎমণিরাম গ্রামের বাসিন্দা অশোক হাজরা(৫০) নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেলে বাড়ি থেকে কাজে বেরিয়ে আর বাড়িতে ফিরেননি। ৩১ তারিখে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিন্তু ফল পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ১ জানুয়ারি সকালে অশোকবাবুর পাশের গ্রাম বেড়সাগরপুরের একটি পুকুরের পাশে তাঁর জুতো এবং সাইকেল দেখাযায়। তখনই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা প্রথমে পুকুরের জলে খোঁজাখুঁজির চেষ্টা করেন কিন্তু পাননি। ফলে ওই দিনই সন্ধ্যে থেকে পুকুরে জল মারার জন্য ৬টি পাম্প বসানো হয়। দীর্ঘক্ষণ পাম্প চালিয়েও জল কমানো যায়নি। আজ ২ জানুয়ারি সকালে সাহেবঘাট থেকে একটি জেলেকে আনিয়ে পুকুরে জলে তল্লাশি করানোর পর অশোকবাবুর দেহ উদ্ধার হয়। •ভিডিও