বাবলু সাঁতরা: শিশুদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হ’ল চন্দ্রকোনা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড রামগঞ্জ এলাকায়। আজ ১৮ ডিসেম্বর শুক্রবার ভারত মাতা সমিতির চন্দ্রকোনা টাউন শাখার পক্ষ থেকে ওই এলাকার ২০ জন কচিকাঁচাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারত মাতা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাপতি দেবাশিস গাঙ্গুলি, বিশিষ্ট সমাজসেবী সীতেশ হালদার, নির্মল খাঁ, তাপস দোলুই সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা।শীতের মরসুমে সমিতির কাছ থেকে শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার খুদেরা। শীতের মরসুমে এই কর্মসূচী জেলা জুড়েই চলছে, চন্দ্রকোনাতেও জারি থাকবে বলে জানান ওই সমিতির কর্মকর্তারা।
দুঃস্থ শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিল চন্দ্রকোণার ভারত মাতা সমিতি
Published on: December 18, 2020 । 8:35 PM







