কুণাল সিংহ রায়: ঘাটাল মহকুমার অন্যতম প্রবীণ সিপিএম নেতা শেখ ইসরাইল মারা গেলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় তিনি তাঁর বাড়িতেই মারা যান। তাঁর বাড়ি ঘাটাল ব্লকের অমরপুরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন শারীরিক অসু্স্থতায় ভুগছিলেন।
শেখ ইসরাইল ছাত্র অবস্থা থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতির টানেই তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে পূর্ণ সময় দলের পেছনে উৎসর্গ করেন। সাধারণ কর্মী থেকে দলের রাজ্য কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে সারা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











