সন্তু বেরা:ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারে দাসপুর থানার অন্তর্গত দাসপুর প্রতীক্ষালয়ে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবারের সকালেই যাত্রীরা ওই মহিলাকে মৃত অবস্থায় দেখেন। স্থানীয়রা দাসপুর পুলিশে খবর দিয়েছেন। তবে স্থানীয়রা জানায়,গত কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই ওই অজ্ঞাত পরিচয় ভবঘুরে ওই প্রতীক্ষালয়ে এসেছিলেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











