এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিতে ঘাটালের চাকরিপ্রার্থীরা

Published on: September 30, 2020 । 1:25 PM

সুইটি রায়:নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের দাবীতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল ঘাটালের চাকরিপ্রার্থীরা। ২৯ সেপ্টেম্বর মেদিনীপুরের রাজপথে মিছিল এবং জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এ সামিল হয় চাকরিপ্রার্থীরা। জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৪৫০ জন চাকরিপ্রার্থী যোগ দিয়েছিলেন মিছিলে যাদের মধ্যে ঘাটাল মহকুমারও প্রতিনিধি ছিলেন। দীর্ঘ চার বছর নিয়োগ না হওয়ার কারণে জমে থাকা ক্ষোভ মিছিলের মধ্যে উগরে দেন এম. এ, বি. এড পাশ শিক্ষিত বেকাররা। স্বচ্ছভাবে এবং প্রতিবছর নিয়ম করে শিক্ষক নিয়োগ ছাড়াও পরীক্ষাপদ্ধতি সম্পর্কিত বেশ বিষয় এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য এই একই দিনে মোট ১১ টি জেলার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]