সুইটি রায়:দুর্গা পুজোর অনুমতির জন্য ঘাটাল এসডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে না। এবছর থেকে অনলাইনে আবেদন করলেই পুজোর অনুমতি মিলবে। সেই উদ্দেশ্যেই ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার একটি ওয়েব সাইট চালু করা হল। এই https://sdoghatalonline.com/ পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিলেই মিলবে পুজো বা মাইকের অনুমতি। পুজোর অনুমতি, মাইক বাজানোর অনুমতির বিষয়টি দেখেন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। তিনি বলেন, করোনা অতিমারিতে অফিসে ভিড় এড়াতে অনলাইনের মাধ্যমে পুজোর অনুমতির আবেদনপত্র নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘাটালের মহকুমা শাসক অসীম পালের উদ্যোগেই এটা বাস্তবায়িত হয়েছে।তবে শুধু দুর্গা পুজো নয় আগামী দিনে সমস্ত রকম পুজো এবং মাইক বাজানোর অনুমতির জন্য আবেদন পত্র ওই ওয়েব সাইটের মাধ্যমে নেওয়া হবে। অনুমতি মিলে গেলে ওই ওয়েবসাইটের মাধ্যমেই তা জানিয়ে দেওয়া হবে। অফিস থেকে সেই অনুমতি পত্র নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কারোর সমস্যা হয় তাহলে বিশ্বজিৎ পাল, অতনু পাত্র এবং অরিজিৎ পাড়ুইয়ের সঙ্গে যথাক্রমে 6294678824, 8641967754 এবং 9733833750 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
শুধু পুজোর অনুমতি নয়। মানুষকে বিভিন্ন প্রয়োজনে এফিডেভিট বা হলফ নামা করাতে হয়। ওই ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে হলফ নামাও করানো যাবে বলে অর্জুনবাবু জানিয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে অনলাইনে হলফনামার জন্য নির্দিষ্ট ফরম ও পরিচয় পত্র জমা দিয়ে আবেদন করতে হবে। আইনজীবীর কাছেই সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাম্প পেপারে যাবতীয় লেখা সহ সই স্বাক্ষর করা থাকবে। যখন ম্যাজিস্ট্রেট হলফনামা করবেন তখন ভিডিও কলের মাধ্যমে সেই ব্যক্তির সঙ্গে কথা বলে নেবেন। অর্জুনবাবু বলেন, অনলাইনের পাশাপাশি অফলাইনেও হলফনামা দেওয়ার ব্যবস্থা থাকবে। কর্মসাথী, রূপশ্রী আবেদনপত্রও ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও বেশ কয়েকটি পরিষেবা ওই ওয়েবসাইট থেকে দেওয়া হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।