কুমারেশ চানক: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং রাজ্যের পাওনা টাকা আদায়ের দাবিতে ঘাটাল ব্লক কিষান তৃণমূলের পক্ষ থেকে আজ ১৬ সেপ্টেম্বর মনশুকাতে মেঠো বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। ঘাটাল ব্লক কিষান তৃণমূল কংগ্রেসের সভাপতি সজয় চৌধুরি বলেন, আমফানের ক্ষতিগ্রস্থ চাষিদের পাওনা টাকা দেওয়ার জন্য ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আজকের এই মেঠো বিক্ষোভ কর্মসূচি। তিনি আরও জানান, যতদিন চাষিরা তাঁদের পাওনা টাকা না পাচ্ছেন ওই কর্মসূচি চলবে। দরকারে কৃষকদের একজোট করে আরও বৃহত্তর আকারে আন্দোলনের পথে নামবেন তাঁরা।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)







