এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল চন্দ্রকোনা সড়কের পাকা ঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: September 9, 2020 । 5:39 PM

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার বিকেলে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কে ঘাটাল থানার পাকা ঘাটের কাছে খড়ার দন্দিপুরের বাইকে থাকা এক ব্যক্তিকে ওই রুটেরই এক যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা মারায় এই দুর্ঘটনা বলে স্থানীয়দের থেকে জানা গেছে। গুরুতরভাবে জখম ওই বাইক আরোহীকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম অশোক কর্মকার বয়স প্রায় ৫৫ বছর। তিনি একটি বীমা কোম্পানির এজেন্ট ছিলেন। ঘাটাল থেকে নিজের দন্দিপুরের বাড়িতে ফেরার সময়ই বড়দার কিছুটা আগে পাকা ঘাটা লাগোয়া হনুমান মন্দিরের ঠিক কাছেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে স্তব্ধ হয় যাতায়াত। ঘটনা স্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছে ওই সড়কের যাতায়াত প্রায় স্বাভাবিক করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now