এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

শিক্ষক দিবসে অভিনব শ্রদ্ধার্ঘ খড়ারের চিত্রশিল্পীর

Published on: September 4, 2020 । 10:27 PM

সুইটি রায়:রাত ফুরোলেই শিক্ষকদিবস। শিক্ষকদিবসের প্রাক্কালে শুধুমাত্র খড় দিয়ে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতি তৈরি করে চমক লাগালেন খড়ারের চিত্রশিল্পী সুমিত বাঙাল। সুমিতবাবুর বাড়ি খড়ারের  দন্দীপুরে। খড়ের বিভিন্ন অংশকে কেটে-কেটে আঁঠা দিয়ে কালো আর্ট পেপারের ওপর বসিয়ে তিনি এই প্রতিকৃতি তৈরি করেছেন। উল্লেখ্য এখানে তিনি কোনোরকম রং ব্যবহার করেননি। কলকাতার আর্ট কলেজে পড়াশোনা করলেও ক্রাফটের এই কাজগুলি তিনি কোথাও শেখেননি। এগুলি সম্পূর্ণই তাঁর নিজের মস্তিষ্কপ্রসূত। এর আগেও তাঁর বেশ কয়েকটি অভিনব সৃষ্টি দেখেছে মহকুমাবাসী। তাঁর কাছে ছবি আঁকা এবং নতুন নতুন  এই সমস্ত ক্রাফটের কাজ শেখে প্রচুর কচিকাঁচারা। বর্তমানে তার শিষ্যের সংখ্যা প্রায় সাড়ে চারশো। বাড়িতে তাঁর একটি আঁকার স্কুল রয়েছে তাছাড়া মহকুমার বেশ কয়েকটি স্কুল ও কলেজে তিনি অতিথি শিক্ষক হিসেবে আঁকা এবং ক্রাফটের কাজ শেখান। তিনি জানান, আমার এই কাজের ব্যাপারে বাড়ির প্রত্যেকটি সদস্য আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয়, বিশেষত আমার বছর নয়েকের মেয়ের আমার এই কাজ নিয়ে এবং এই কাজ শেখার প্রতি দারুণ আগ্রহ।
একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও আদর্শ অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন এই অভিনব শ্রদ্ধাঞ্জলিতে অভিভূত মহকুমাবাসী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now