করোনায় মারা গেলেন ঘাটালের প্রাক্তন ম্যাজিস্ট্রেট

সুইটি রায়:গতরাতে চলে গেলেন ঘাটালে এক সময়ের কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র দাস(৫০)। ২০১৫ সাল নাগাদ তিনি ঘাটালে প্রবেশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর যথাক্রমে মালদার হরিশচন্দ্রপুর এবং মুর্শিদাবাদের নওদার বিডিও হন। বর্তমানে নওদাতে কর্মরত থাকাকালীন এক মাস আগে তিনি করোনা আক্রান্ত হন। প্রায় ৩০দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে গতকাল ৩০ আগস্ট রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ঘাটাল দপ্তরের পুরোনো কর্মচারীরা।তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। গভীর শোকাহত হয়েছেন মহকুমার বর্তমান ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালও। অর্জুনবাবু বলেন, আমি যখন মালদার রতুয়ার বিডিও ছিলাম, কৃষ্ণবাবু তখন আমার পাশের ব্লক হরিশচন্দ্রপুরের বিডিও ছিলেন। আমরা একসাথে মালদায় বন্যা সামলেছি, পঞ্চায়েত নির্বাচন সামলেছি। কত স্মৃতি জড়িয়ে আছে। আমি জাস্ট ভাবতে পারছি না। হুগলীর ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তার পরে দ্বিতীরবার এই ডবলু বি সি এস অফিসারের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান আধিকারিক মহল।
লকডাউনের সময়কালে সরকারি দায়িত্ব পালন করেছেন তৎপরতার সাথে।গত কয়েকদিন ধরে তিনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। গতকাল সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com