তনুপ ঘোষ: প্রশাসনের নির্দেশ মতো প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শুরু হল রক্তদান শিবির। সেই মতো চন্দ্রকোনা- ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ ২২ আগস্ট শনিবার নবনির্মিত বিল্ডিংয়ের দ্বারোদঘাটন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই ও ওই ব্লকের যুগ্ম বিডিও সন্দীপ সিংহ রায় থেকে শুরু করে একাধিক প্রশাসনের আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে করোনা রোধে নেওয়া হয় একাধিক সচেতনতামূলক পদক্ষেপ। শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের দেওয়া হয় একটি করে নারকেল চারা গাছ। উল্লেখ্য, শিবিরে সবার রাপিড টেষ্ট করা হয়।