দাসপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম এক বিজেপি কর্মীর অবস্থা গুরুতর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হল। বিজেপির অভিযোগ শনিবার দাসপুরের চণ্ডীপুরে স্বাধীনতার পতাকা উত্তলন স্থলে শহীদ বেদীতে তৃণমূল তাদের পতাকা টাঙায় আর এর জেরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।
সংঘর্ষে বিজেপির ৭ জন জখম হয়েছে বলে দাবি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির যুব মোর্চার সভাপতি রাজু আড়ি। তিনি আরও জানান জখম কর্মীদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ইতি মধ্যেই তাঁরা দাসপুর থানায় অভিযোগ জানিয়েছেন।
অন্যদিকে তৃণমূলের পক্ষে দাসপুর ১ ব্লক সভাপতি সুকুমার পাত্র এই অভিযোগ উড়িয়ে জানান,স্বাধীনতার পতাকা নিয়ে তৃণমূল কখনও রাজনীতি করে না। চণ্ডীপুরে শনিবার বিকেলে তাঁদের কর্মীদের উপর বিজেপির কয়েকজন আক্রমণ চালায়। তাতে ৩ জন তৃণমূল কর্মী জখম।
দাসপুর পুলিশের তরফে জানানো হয়েছে,শনিবারের ঘটনায় বিজেপি ও তৃণমূল উভয় পক্ষেরই ১ জন করে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছেএলাকা এখন শান্ত।