অবন কালিন্দী: রবিবারের সাত সকালেই পথ দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি। ঘটনা ক্ষীরপাই তারকেশ্বর সড়কে চন্দ্রকোণা থানার মহাবালায়। রবিবার সকালেই দেখা যায় রামজীবনপুর গামী এক কয়লা বোঝাই লরি মহাবায় রাস্তার পাশের পুকুরে উলটে। স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত লোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জলাশয়ে উল্টে পড়ে লড়িটি, চালক সামান্য জখম। ওই সড়কের যাতায়াত স্বাভাবিক আছে।
ক্ষীরপাই মহাবালায় পথ দুর্ঘটনা,রাস্তার পাশে উল্টে কয়লা বোঝাই লরি
By সৌমেন মিশ্র
Published on: July 19, 2020 । 12:09 PM










