তনুপ ঘোষ: বৃহস্পতিবার রাত থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ টি ওভারলোড লরি আটক করল ঘাটাল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানাগেছে ভূমি দপ্তরের সমস্ত ব্লক আধিকারিকদের নিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চলেছে। প্রসংগত ঘাটালের রাস্তায় বেপরোয়াভাবে ওভারলোড লরি ও ডাম্পার চলাচলের অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে বার বার সরব হয়েছে মহকুমার মানুষ। কিন্তু ওভারলোড আটকাতে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। অভিযান চালিয়ে পরবর্তীকালে ওভারলোডগাড়ি চলাচল প্রশাসন রুখতে পারে কিনা সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী।