নিজস্ব সংবাদদাতা: দাসপুরের সাগরপুরের এক গৃহবধুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল তার শশুর শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে। রমা চক্রবর্তী নামে ওই গৃহবধুর ১৪ জুলাই সন্ধ্যায় বিষক্রিয়া জনিত কারণে ঘাটাল হাসপাতালে মৃত্যু হয়। রমাদেবীর বাবা তরণীমোহন মুখোপাধ্যায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই কয়েক বছর ধরেই নিম্ন মানের পণ নিয়ে শশুরবাড়ির লোক রমাদেবীকে কথা শোনাত। কণ্যা সন্তান হওয়ার পর রমাদেবীর শশুর বাড়ির লোকজন তার কাছে আরও অতিরিক্ত ৫০ হাজার টাকা পণের দাবি করেন ও প্রায় সময় তার স্বামী মৃত্যুঞ্জয় চক্রবর্তী তাকে মারধর করত। ১২ জুলাই রমাদেবীকে জোরকরে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শশুর বাড়ির বিরুদ্ধে এবং ১৪ জুলাই রমাদেবী ঘাটাল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মারা যান। এই নিয়ে বিচার চেয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রমাদেবীর বাবা। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। কাউকে গ্রেপ্তার করা যায়নি।