এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্বজনপোষণের জেরে রেশন থেকে বঞ্চিত তারা?দাসপুরে পথ অবরোধ

Published on: June 29, 2020 । 5:44 PM

রেশন দ্রব্য থেকে বঞ্চিত তারা,বারে বারে প্রশাসনের কাছে অনুরোধ জানালেও ফল মিলেনি,স্বজনপোষণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দকৃত চাল ও ছোলার রেশন বণ্টন নিয়ে-এমন একাধিক দাবি তুলে পথ অবরোধ দাসপুরের বেলবেড়িয়া গোপালনগরে।

সোমবার বেলা প্রায় ১১টা থেলে এলাকার শতাধিক পরিযায়ী শ্রমিক এই বঞ্চনার দাবি তুলে দাসপুরের ডিহিপলসা-বৈকুন্ঠপুর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা অবরোধ করেন। ঘন্টা খানেকের অবরোধের পর স্থানীয় ভিলেজ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট জানান,এলাকার প্রত্যেকটি পরিযায়ী শ্রমিকই এই বিশেষ রেশনের সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে কিছু মানুষের নাম এসেছে,পরবর্তীতে যাতে সবার নাম একসাথে আসে সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবগত করেছেন। এবং বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন তিনি নিজে দায়িত্ব নিয়ে এ সমস্যার সমাধান করবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭