এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সাইকেলের ধাক্কায় টোটো গেল উল্টে, জখম ৪

Published on: June 21, 2020 । 7:20 PM

রাজদীপ রায় ও শুভদীপ জানা:রবিবার ভর সন্ধ্যেতে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হোসেনপুরে টোটো ও সাইকেলের মধ্যে পথ দুর্ঘটনা। জখম চালক সহ টোটোর তিন জনই। আহত সাইকেল চালকও।
স্থানীয় সূত্রে জানাযাচ্ছে আজ রবিবার সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ টোটো ও সাইকেল উভয়ই নাড়াজোলের দিকে যাওয়ার সময় সাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো যাত্রীসহ রাস্তার মধ্যেই উলটে পড়ে। সাইকেল আরোহীও উল্টে যান।
ঘটনায় টোটো চালক,যাত্রী ও সাইকেল আরোহীসহ কমবেশি জখম মোট ৪। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। রাস্তা থেকে দুর্ঘটনা গ্রস্থ টোটোটিকেও তারা তুলেদেয়। স্থানীয়রা জানান,টোটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭