সুইটি রায়:করোনার প্রভাব বিশ্বের অন্যান্য ক্ষেত্রগুলির মতোই পড়েছে বাঙালির রীতি ও অনুষ্ঠানগুলিতেও। রীতি অনুযায়ী আষাঢ় মাসে হিন্দুদের বাৎসরিক উৎসব অম্বুবাচী।আগামীকাল সোমবার অম্বুবাচী পুজো ওই পুজোর উপকরণ হিসাবে ব্যবহার হয় আম,কাঁঠাল।তাই অন্যান্য বছর এই সময়ে আম কাঁঠালের বিক্রিও হয় দেদার। তবে এই বছরের ছবিটা পুরোপুরি ভিন্ন। পূজোর আগের দিন মাথায় হাত চন্দ্রকোনার কাঁঠাল ব্যবসায়ীদের।গত বছর অব্দি চন্দ্রকোনার বাজার থেকে রাস্তা সর্বত্রই সারিসারি দিয়ে রমরমিয়ে চলতো কাঁঠাল বিক্রি। প্রতিবছরের মতো এবছরও চন্দ্রকোণার গোঁসাইবাজার এলাকায় রাজ্যসড়কের ধারে সারিসারি কাঁঠালের পসরা সাজিয়ে বসে চন্দ্রকোনার কাঁঠাল বিক্রেতা দিলীপ আশ। তবে বিক্রি নেই।করোনা ও লকডাউনের জেরে মানুষের হাতে পয়সা নেই তাই এবার পূজোর আয়োজনেও কোনও স্বাড়ম্বর নেই এর জেরেই মন্দা ব্যবসায়। তাছাড়া আগের বছরের তুলনায় এবার দামও চড়া, তাই কাঁঠাল বিক্রির ভরা মরসুম হলেও চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে।