এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল সিপিএম

Published on: June 16, 2020 । 9:33 AM

অরুণাভ বেরা: ঘাটাল পুরসভার এক নম্বর ওয়ার্ডে সার্কিট বাঁধ নির্মাণে দুর্নীতির  অভিযোগ করলো সিপিএম। ওই বাঁধ ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত আছে। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে ১৫জুন ঘাটাল পুরসভায় বিক্ষোভ করে সিপিএম। তারা শহরে একটি মিছিলও করে। অভিযোগ বাঁধের কাজ শেষ হওয়ার আগেই কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয়েছে। বেনিফিসিয়ারি কমিটি গঠন করা হয়নি। টেন্ডারেও অস্বচ্ছতার অভিযোগ করেছে সিপিএম ।
ইতিমধ্যে সিপিএম শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে।  সিপিএমের চেয়ারপার্সন পুরপ্রশাসক  বিভাস ঘোষের হাতে দাবিপত্র তুলে দিয়েছে। তাদের দাবি বাঁধ নির্মাণের খরচ প্রকাশ্যে টাঙাতে হবে, বেনিফিসিয়ারি কমিটি গঠন করা এবং আমফান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার তালিকা প্রতিটি ওয়ার্ডে টাঙাতে হবে। বিক্ষোভে ছিলেন সিপিএম নেতা উত্তম মণ্ডল, চিন্ময় পাল, কাশীনাথ দত্ত, রাজীব মহাপাত্র সহ অন্যান্যরা।
এই বিষয়ে বিভাস ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই অভিযোগ ঠিক নয়। কাজ হওয়ার পর পেমেন্ট দেওয়া হয়েছে। কোনও দুর্নীতি হয়নি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177