বরং বাড়ি ফিরেই করোনা আতঙ্ক বেড়েছে:ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিক

ভিন রাজ্যে নিজেদের কর্মস্থলে তেমন অর্থে করোনার আতঙ্ক না থাকলেও ঘাটাল দাসপুরে নিজেদের এলাকার কোয়ারেনটাইনে থেকে করোনা আতঙ্কে ভুগছেন ভিনরাজ্য ফেরত ঘাটালের পরিযায়ী শ্রমিকরা। এখানকার স্বাস্থ্য ব্যবস্থায় চরম গাফিলতির অভিযোগ তুললেন তারা। স্থানীয় সংবাদকে দেওয়া ভিন রাজ্য ফেরত একাধিক স্বর্ণশিল্পী জানিয়েছেন,

কোয়ারেনটাইনে একই শৌচালয় ব্যবহার করা হচ্ছে।
একই রুমে বহু মানুষকে রাখা হচ্ছে।

তারচেও বড় কথা যখন তখন কোয়ারেনটাই সেন্টারে নতুন মানুষদের কোয়ারেনটাইনে আনা হচ্ছে। ফলে নতুন ওই ব্যক্তিদের মধ্যে সংক্রমণ থাকলে কোয়ারেনটাইনে থাকা অন্যান্যদের মধ্যে তা ছড়িয়ে যাওয়া স্বাভাবিক।

অথচ অন্যান্যদের আলাদা আলাদাভাবে তাদের ১৪ দিন পূর্ণ হলেই বাড়ি ফেরানো হচ্ছে। ফলে সংক্রমণ থাকলে পরবর্তীতে সে সংক্রমণ আক্রান্তের বাড়ি পাড়া বা সারা গ্রামে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। অভিযোগ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও ফল স্বরূপ মিলেছে চোখ রাঙানি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!