দেশজুড়ে লকডাউনকে উপেক্ষা করেই বাড়িতে রমরমিয়ে মদের আসর,আর সেখানেই রাতভর একাধিক মানুষের জমায়েত। মদের নেশায় বুঁদ মদ্যপদের মাথা থেকে উবেছে করোনা সংক্রমণের থেকে বাঁচতে পালনী কর্তব্য।
সবক শেখালো গ্রামবাসী। একত্রিত হয়ে গ্রামের পুরুষ মহিলারা মিলে মদ বিক্রি বন্ধ করলেন। ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আননন্দগড় গ্রামের। গ্রামবাসীদের মধ্যে গোবিন্দ ভুঁইঞা জানিয়েছেন আনন্দগড় গ্রামে তাঁদের পাড়ায় এক ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করেন। দিনে কয়েকশো মানুষের সমাগম থাকে।
রাজ্য ও দেশ জুড়ে লকডাউনের ঘোষণার পরেও আজ ২৫ মার্চ সকালেও একাধিক মদ্যপ তাঁদের পাড়ায় মদ্যপানের উদ্যেশ্যে জমায়েত করে। পাড়ার মহিলা ও পুরুষেরা একত্রিত হয়ে ওই মদ বিক্রেতার বাড়ি পৌঁছালে বেশ কয়েকজন মদ্যপ এলাকা ছেড়ে ছুটে পালায়। মহিলারা স্পষ্টভাবে ওই ব্যক্তিকে মদ বিক্রয় থেকে বিরত থাকতে বলেন।
কয়েকফুটের দূরত্বে পাড়ার মানুষের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা করোনার সংক্রমণে কিছুটা হলেও বাধা দেবে।