সোমেশ চক্রবর্তী: ঘাটালের লছিপুর বীনাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিজিমের উদ্বোধন হল। আজ ২৮ ফেব্রুয়ারি ছিল ওই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজী, অধ্যাপক প্রণব হড়, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, যুব কল্যান আধিকারিক সঙ্গীতা বল্লভ, জেলা পরিষদের কর্মধ্যক্ষ জারিনা ইয়াসমিন, পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরি, সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরিশঙ্কর বাগ, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সফিকুল রহমান, ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধাই চট্টোপাধ্যায় প্রমুখ। ওই জিমটি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যান দপ্তর থেকে তিন লক্ষ টাকার অর্থানুকূল্যে নির্মিত হয়েছে বলে বিদ্যালয়সূত্রে জানানো হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক গোলকবিহারী ঘোষ বলেন, জিমটি উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর দোলই। মাল্টিজিম কমপ্লেক্সের সাজ সরঞ্জাম দেখে বেজায় খুশি ছাত্র ছাত্রীরা।
উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে মঞ্চে চারিদিকে ছিল সচেতনতার উবাচ। ঘাটাল থানার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফের লিফলেট দেওয়া হয় সকলকে সচেতন করার জন্য। খেলাধুলা ও সাংস্কৃতিক বিভাগের সফল পড়ুয়া ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এলাকার মধ্যে বিদ্যালয়টির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সকলের নিকট তুলে ধরা হয়। বিদ্যালয়ের বিভিন্ন দাবী সমূহ বিদ্যালয় কতৃপক্ষের বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়।