বাড়িতে বসে প্রতিযোগিতা: না! আপনাকে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে মঞ্চে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে না। বাড়ি থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বাড়িতেই আপনার চাপমুক্ত সময়ে আমাদের দেওয়া বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।
বিষয়:• তুমি আর একা নও,একাকীত্ব কাটিয়ে সম্পর্ক জুড়েছে সোশ্যাল মিডিয়া [শিরোনামের পক্ষেই বলতে হবে।]
➊প্রথম পুরস্কার ১০০০টাকা। ➋দ্বিতীয় পুরস্কার ৭৫০ টাকা এবং ➌তৃতীয় পুরস্কার ৫০০টাকা।
অংশগ্রহণ করতে হলে যা-যা করতে হবে—
✅ ✅ নিয়মাবলী
• আমাদের দেওয়া বিষয়ের শিরোনামের সপক্ষে আপনার বক্তব্যটি ভিডিও করে বলতে হবে। বক্তব্যের শুরুতে নিজের নাম, পরিচয় ও ঠিকানা বলতে হবে। ভিডিওর জন্য মোট সময় (নাম-ঠিকানা সহ) দেওয়া হবে ২মিনিট ৫৫ সেকেন্ড। ভিডিও তোলার সময় একই রঙের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ক্যামেরা আড়াআড়ি ভাবে ধরে(ল্যান্ডস্কেপে) ভিডিও তুলতে হবে। ভিডিও রেকডিং করার সময় বা ভিডিও তোলার সময় অবাঞ্ছিত কোনও শব্দ থাকা চলবে না। ক্যামেরার ফ্রেম নড়া চলবে না। মার্জিত পোশাক পরতে হবে। এক এক জন একটি ভিডিও পাঠাতে পারবেন। ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে 8900020001 নম্বরে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেল হেড সৌমেন মিশ্রের সঙ্গে (99329 53367) যোগাযোগ করে জেনে নিতে হবে। আপনাকে মোট তিনটি হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রথমটিতে আপনি ঘাটাল মহকুমার বাসিন্দা কিনা তার প্রমাণ হিসেবে আপনার আধারকার্ডের ছবি পাঠাতে হবে। তাছাড়াও দ্বিতীয়টিতে থাকবে আপনার নাম ঠিকানা, মোবাইল নম্বর টাইপ করে পাঠাতে হবে(ভিডিওতে তো আপনি আপনার পরিচয় দেবেন তবুও)। শেষের মেসেজটিতে প্রতিযোগিতার জন্য তৈরি ২মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও থাকবে। •ছবিটি প্রতীকী
[🔴বিঃদ্রঃ ১৫ জনের কম প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে প্রতিযোগিতাটি বাতিল করে দেওয়া হবে]
•ছবিটি প্রতীকী