এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্রকরে উত্তাল চন্দ্রকোণা,অবরুদ্ধ হল সড়ক

Published on: December 18, 2019 । 4:18 PM

১৮ ডিসেম্বর দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা চন্দ্রকোনায়। ঘাতক গাড়িকে ধরে ফেলে ভাঙচুর চালল এলাকাবসী, কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হল রাজ্য সড়ক।

জানা গেছে ঘাটাল চন্দ্রকোণা সড়কের চন্দ্রকোনা থানার ভগবান্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্ধিপুরের এর কাছে দ্রুত গতিতে আসা একটি লড়ি পিষে দেয় এক পথচারীকে। পুলিস সূত্রে জানাগেছে মৃতের নাম আবু সামাত মণ্ডল। স্থানীয়দের অভিযোগ মৃতের কাছে গরু বিক্রির বেশ কয়েকহাজার টাকা ছিল,যা উধাও।
দুর্ঘটনার পরেই স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে ঘাতক লরিটিকে। লরি চালককে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭