বেপরোয়া লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার

গড়বেতা থানায় চন্দ্রকোণা রোডের গুয়েদহ কামার পাড়ায় এক বালির গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। আজ সকালে স্কুলে যাবার পথে রাস্তা পেরোতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

এর জেরে ঘটনা স্থলে পুলিস জনতায় খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস থেকে বিরাট অতিরিক্ত পুলিস বাহিনী। স্থানীয়দের অভিযোগ পুলিসের তাড়া করার ফলেই বালির গাড়ি দ্রুত গতিতে থাকায় গুয়েদহ কামার পাড়ার কাছে রাস্তার পারাপারের সময় দুই স্কুল পড়ুয়াকে চাপা দেয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।