দাসপুরে করোনা সংক্রমণ অব্যাহত,দাসপুর ১ ব্লকের ডিহিপলসায় নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন গ্রামবাসী। রাজনগর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে বুধবার ডিহিপলসায় করোনার র্যাপিড টেস্ট হলে ৬ জনের মধ্যে করোনার সংক্রমণ মিলে। স্বাস্থ্যদপ্তর থেকে জানা গেছে এদিন এলাকার মোট ৪৪ জনের অ্যান্টিজেন টেস্ট হয়। তাদের মধ্যেই ৬ জন পজিটিভ। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











