এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্বর্ধনা ও সম্মাননা

Published on: September 5, 2021 । 8:23 PM

বিকাশ আদক, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মজয়ন্তী দিবস, যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। এই মহান ব্যক্তির ঐকান্তিক ইচ্ছায় ও মহৎ উদ্দেশ্যে আজ সকল ভারতবাসীর কাছে এই বিশেষ গৌরবময় দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে৷ সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্বর্ধনার্থে ও সম্মান জ্ঞাপনার্থে আজ দুপুর থেকে চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কংগ্রেস এবং চন্দ্রকোণা পৌরসভার উদ্যোগে পাশাপাশি দুটি বিশেষ সভার আয়োজন করা হয়, একটি চন্দ্রকোণার ‘উমা লজে’ এবং অপরটি চন্দ্রকোণা জিরাট হাইস্কুলে। একটি সভা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাগণ এবং অপরটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে। উক্ত দুটি সভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, ব্লক সভাপতি জগজিৎ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ও বিশিষ্ট সমাজসেবক অমিতাভ কুশারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানীয় সকল শিক্ষক-শিক্ষিকাগণ।
উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে সভা শুরু হয়। তারপর উপস্থিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দন ও গোলাপসহ বরণ করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানীয় ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণণের উজ্জ্বল ব্যক্তিত্ব, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও ছাত্রছাত্রীদের প্রতি তাঁর শিক্ষানুরাগ নিয়ে আলোকপাত করেন। বিদ্যালয়গুলির শিক্ষার পরিকাঠামো আরও উন্নতি কীভাবে করা যাবে সেই নিয়েও আলোচনা চলে। ভয়াবহ অতিমারী করোনার আবহে দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলির পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ আছে। বিদ্যালয়গুলি খোলার পরবর্তী সময়ে যাতে শিক্ষক-শিক্ষিকাগণ অপূরণীয় ক্ষতিকে সকল প্রকার চেষ্টার মাধ্যমে পূরণ করেন এবং সকল ছাত্রছাত্রীদের আবার আগের মতো স্কুলমুখী করে তাদের সর্বাগ্র উন্নতি সাধন করা যায় তার জন্য বিশেষভাবে সকলকে অনুরোধ জানান। সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেন যাতে করে এই বাংলাকে সকলের মিলিত প্রয়াসে সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করতে করা যায়।
অনুষ্ঠানের মাঝে মাঝে স্থানীয় কচিকাঁচাদের নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়। শেষে সকল শিক্ষক-শিক্ষিকাদেরকে উত্তরীয় পরিয়ে বিশেষ মোমেন্টো ও মিষ্টিসহ সম্বর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও বিশিষ্ট শিক্ষানুরাগীবৃন্দ আজকের এই বিশেষ দিনটি পালনের মধ্য দিয়ে এক অনন্য বিশেষভাবে আপ্লুত হলেন।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now