দাসপুরের সবুজ সংঘের মাঠ থেকে ঘাটাল মহকুমার ৪৮টি গ্রাম পঞ্চায়েত এলাকার স্ব সহায়ক গোষ্ঠীর মহিলা ও প্রগ্রেসিভ ফারমারদের লোন প্রদান করল তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যঙ্ক। আজ ৭ ডিসেম্বর দাসপুর সবুজ সংঘের মাঠে ছিল ঋণদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তরের সচীব তথা সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচীব এম ভি রাও। এম ভি রাও আমাদের জেলার প্রাক্তন জেলা শাসকও বটে। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল,তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক কৌশিক কুলভী এবং অন্যান্য সদস্যরা।
কৌশিক বাবু জানান,আজকের এই লোন মেলায় প্রায় ২৪ কোটির কাছাকাছি অর্থ ২ শতাংশ সুদে স্ব সহায়ক গোষ্ঠীর মহিলা ও প্রগ্রেসিভ কৃষকদের দেওয়া হয়। কৌশিকবাবু আরও জানান এই টাকায় মহিলারা বিভিন্ন প্রোজেক্ট গড়ে তুলে তা থেকে অর্থ উপার্জন করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। প্রগ্রেসিভ কৃষকরা কৃষিকাজে আরও আধুনিকীকরণ এনে উৎপাদনের মান এবং পরিমান বাড়াতে পারবেন।
উল্লেখ্য গত আর্থিক বৎসরে ঘাটাল মহকুমা এলাকায় এই ব্যঙ্কের তরফে মোট ৭০ কোটি টাকা লোন দেওয়া হয়েছিল এর মধ্যে কোনো অনাদায়ী লোন নেই।