মাঝে মাত্র এক দিন রাতেই সরগরম দাসপুরের ভোট যুদ্ধ। দাসপুর থানার বৈকুন্ঠপুর নিম্বার্গ মঠের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ভারতী ঘোষের গোপন বৈঠকে অতর্কিত আক্রমণের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। জানা যাচ্ছে আজ রাত প্রায় ৯টা নাগাদ ভারতী ঘোষ প্রায় ৩০ জন সমর্থক নিয়ে গোপন সভায় ব্যাস্ত থাকার সময় মঠের গেট ভেঙে একদল দুষ্কৃতী ভেতর ঢুকে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালালে দুপক্ষের মধ্যে ইঁট ছোড়াছুড়ি শুরু হয়। ওই বহিরাগতদের অনেকেই এর জেরে আহত হয়। তাদের মধ্যে একজনের মাথায় ইঁট লাগে। আহতদের দাসপুর হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ এই বহিরাগত হামলাকারী আসলে তৃণমূলের কর্মী সমর্থক। স্থানীয় সূত্রে জানাগেছে এখন প্রায় ২০০ জন তৃণমূলের কর্মী সমর্থক ওই মঠ ঘিরে রেখেছে। দাসপুর পুলিস ঘটবাস্থলে পৌঁছেছে। তৃণমূলের দাবি ভারতী ঘোষকে গ্রেপ্তার করতে হবে। জানা যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে ঘাটালের এস ডি পি ও অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন।