সাতসকালেই দুর্ঘটনার কবলে এক বালি বোঝাই ডাম্পার। ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর নাড়াজোলের দিকে আসার পথে দুবরাজপুর ইলেক্ট্রিক চুল্লীর কাছে চালক খালাসী সহ ওই বালিবোঝাই ডাম্পার উলটে পড়ে।
ওই রাস্তায় কর্মরত শ্রমিক ও স্থানীয়দের তৎপরতায় গাড়ির চালক খালাসীকে উদ্ধার সম্ভব হয়। এই দুর্ঘটনায় হতাহতের খবর নাই। ওই রাস্তায় কাজ চলায় চালক সম্ভবত রাস্তার আলগা মাটি অনুধাবন করতে না পারায় এই পথ দুর্ঘটনা বলে স্থানীয়দের ধারনা।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









