এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় পথদুর্ঘটনায় ডাম্পারে আগুন,মর্মান্তিক মৃত্যু এক ভ্যানচালকের

Published on: March 31, 2019 । 3:49 PM

রবিবারের সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ধরানো হল গাড়িতে আগুন।ঘটনাটি ঘটে রবিবার সকালে চন্দ্রকোনা থানার কৃষ্ণপুরের পারুলিয়া এলাকায় । জানাযায় ৩১ শে মার্চ সকালে একটি খালি ডাম্পার মোরাম আনতে যাচ্ছিল গরবেতা সন্ধিপুর এলাকায়।

চন্দ্রকোনা সন্ধিপুর রাজ্য সড়কের পুরুলিয়া এলাকায় যাবার সময় এক ইঞ্জিন ভ্যান চালকের সাথে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় দুই ভ্যান চালক। এর পর উত্তেজিত জনতা ডাম্পার টিতে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীদের দাবি গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা। ঘটনা স্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়। তাঁর নাম শেখ আকতার আলি,বয়স৫২ বছর। বাড়ি আরামবাগ থানার আইমা মাধবপুর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭