সাত সকালেই বাড়ির সামনের জমিতে বড় বড় পায়ের ছাপ। সে ছাপ দেখে এলাকাবাসীর মত,ছাপগুলো আয়তন যা তাতে মনে হচ্ছে কুকুর বা বিড়ালের পায়ের ছাপ একেবারেই নয়, বাঘের ন্যায় বড় কোনো হিংস্র পশুর।
আতঙ্কিত গ্রামবাসীদের কথায় ঘটনাস্থলে সকালেই পৌঁছে গেছেন বনদপ্তর এর কর্মীরা। পায়ের ছাপ গুলির উপর চলছে পালা করে পরীক্ষা।
ওই পায়ের ছাপগুলি মিলেছে চন্দ্রকোনা থানার রামগড় এলাকায়। স্থানীয়দের থেকে জানাগেছে বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ এলাকায় প্রচুর গর্জনের শব্দ শোনা যায়। গভীর রাতে কেউ বাড়ি থেকে বেরহয়নি। পরদিন অর্থাৎ আজ শুক্রবার সাত সকালেই গ্রামবাসীরা বেরিয়ে দেখে একাধিক পায়ের ছাপ। তা দেখে আতঙ্কিত এলাকাবাসীর মনে প্রশ্ন,তবে আগের রাতে সেই গর্জন বাঘের ছিল?
এলাকাবাসীদের বক্তব্য, জঙ্গল লাগোয়া এলাকায় আমাদের এই গ্রাম, এই ধরনের পায়ের ছাপ দেখে আমরা মনে করছি এ কোন বড় হিংস্র জন্তু জাতীয় কিছু হতে পারে। আমাদের প্রাথমিক ধারনা এটা বাঘের পায়ের ছাপ। বনদপ্তর এর লোক এসে বিষয়টি চিহ্নিত করুক।
Join our Whatsapp group
খবর পেয়ে ঘটনাস্থলে সকালেই পৌঁছে যান ধামকুড়া ও আঁধারনয়ন বিট অফিসারেরা। বনদফতরের অফিসারেরা জানান, পায়ের ছাপের ছবি করে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁরা আরও জানান, ঘটনা যাই হোক এলাকাবাসীদের ভয়ের কোন কারণ নেই, বনদপ্তর সব সময় সজাগ আছে ।