এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বন্দুক ঠেকিয়ে ছিনতাই

Published on: January 6, 2019 । 3:52 AM

•শনিবার ৫ জানুয়ারি ২০১৯ রাতে ঘাটাল শহরের কোন্নগররে নাইটিংগ্যাল নার্সিংহোম সংলগ্ন এক সোনা দোকানের মালিক নদী বাঁধ দিয়ে নিমতলায় তাঁর বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে শিলাবতীর নদী বাঁধে চার জন বন্দুক ঠেকিয়ে তাঁর সর্বস্ব কেড়ে নেয়। যদিও সেই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেননি। থানায় অভিযোগ করা হয়নি বলে কৌশলগত কারণে তাঁর নামটি প্রকাশ করতে পারা গেল না।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now