এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালের যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে!আহত ১৫

Published on: January 11, 2019 । 7:10 AM

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আবার পথ দুর্ঘটনার স্বীকার ঘাটালের এক যাত্রীবাহি বাস। না এবার ঘাটাল-পাঁশকুড়া সড়কে নয়। দীঘা-ঘাটাল একটি বাস দীঘা যাবার পথে দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার দইসাই বাসস্ট্যাণ্ডের কাছে দীঘামুখী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানাগেছে দুর্ঘটনায় ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন গুরুতর আহত। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলে।

স্থানীয়রা জানিয়েছেন,বাসটি তীব্র গতিবেগে ছিল এবং একটি গর্তে পড়ে রস্তার পাশে উলটে গেছে। পুলিস খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ চালায়। পুলিসের সক্রিয় সহযোগিতায় ঘন্টা খানেকের মধ্যেই ব্যস্ততম দীঘা সড়কে যাতায়াত স্বাভাবিক হয়।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now