এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অনুমোদন পেয়েও টাকা না দেওয়ায় আটকে ঘাটাল মাস্টার প্ল্যান:দেব

Published on: April 28, 2019 । 6:35 PM

২৮ শে এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেতা দেব দাসপুর এলাকায় একের পর এক সভা করলেন। দাসপুর-১ নম্বর ব্লকের রাজনগরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানালেন, তিনি কিন্তু ভোট চাইতে আসেন নি। প্রার্থী ভোট প্রচারে আসবেন ভোটারদের কাছে জনসভা করে ভোট চাইবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেব তা করলেন না। বরং বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে দুসলেন। সাথে তুলে ধরলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ননের খতিয়ান। জানালেন ঘাটাল লোকসভা কেন্দ্রে গত ৫বছর ধরে কী কী কাজ তিনি করেছেন।

এদিন রাজনগরের সভা থেকে দেব জানালেন,ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন পেয়েও কেন্দ্র সরকারের ভোটের রাজনীতির জন্য টাকার ঘেরাটোপে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭