নিজেস্ব প্রতিনিধি:দাসপুর-২ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পক্রিয়া শুরু হয়েছে৷ বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম জমা করার আহ্বান জানানো হয়েছে চাকুরী প্রার্থীদের৷ এর মধ্যেই দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি দল৷ অভিযোগ ফর্ম জমা করার পরে কর্মপ্রার্থীদের ফর্মের রিসিভ কপি দেওয়া হচ্ছে না৷ ফলে পরবর্তী ক্ষেত্রে পক্রিয়াটি অস্বচ্ছতার আশঙ্কা করছেন বিজেপি নেতারা৷ বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক কালীপদ সেনগুপ্ত বলেন, রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় মাটির খেলা চলছে৷ নানান টাল বাহানায় নিয়োগ থমকে দিচ্ছে সরকার৷ আজ স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশান জমা দিয়েছি৷