এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চাঁইপাটে চুরি! পাকড়াও চোর

Published on: July 29, 2019 । 9:28 PM

ভর দুপুরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর! দাসপুর-২ ব্লকের বেলডাঙা গ্রামে পেশায় ব্যবসায়ী জগন্নাথ ধাড়ার বাড়িতে চোর নিয়ে হলুস্থুল! অভিযোগ আজ বেলা ১২ নাগাদ চুরির উদ্দেশ্যে বাড়ির অন্দরে প্রবেশ করেছিল বছর ২৮ এক অপরিচিত যুবক! আলমারী খুলে নগদ কয়েক হাজার টাকা হাতিয়ে পালানোর সময় গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্ত যুবককে৷ স্থানীয় বাসীন্দারা ধমক দিতেই চুরির কথা স্বীকার করে ওই যুবক! পরে স্থানীয়রাই উদ্যোগী হয়ে ভিলেজ পুলিশ সেখ নাসীম আলির মাধ্যমে তাকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ দাসপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক এর আগেও চুরির ঘটনায় অভিযুক্ত, তাকে জেরা করে তার সাথে অপর কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364