গতকালই ঘাটাল নিশ্চিন্দীপুরে ইন্ডেন গ্যাসের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষ। পরে ঘাটাল পুলিস গিয়ে গ্যাস এজেন্সির লোক ও তাদের গাড়ি উদ্ধার করে।
এলাকাবাসির অভিযোগ ছিল,তাদের কে ইন্ডেন গ্যাস কর্তৃপক্ষ যে নতুন ভর্তি সিলিন্ডার দিচ্ছে তাতে গ্যাসের পরিমান অনেক কম। পুলিসের কাছেই গ্যাস সিলিন্ডার ওজন করে দেখাযায় গ্যাসের পরিমাণ সিলিন্ডার প্রতি ২ থেকে ৩ কেজি করে কম আছে।
আরও পড়ুন-সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস অনেক কম,ঘাটালে গ্যাসের গাড়ি আটকে বিক্ষোভ
আজ সকালেই সেই প্রতিবাদের ফল মিলেছে। আজ সকালে ঘাটাল পৌরসভার ৭ নং ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় ওই একই এজেন্সির গাড়ি আসে গ্যাস সিলিন্ডার নিয়ে। এলাকার প্রত্যেক গ্রাহক তাদের গ্যাস সিলিন্ডারগুলি ওজন করে খুশি। প্রত্যেকের সিলিন্ডারেই নির্ধারিত পরিমাণেই গ্যাস রয়েছে। এলাকাবাসীদের বক্তব্য কালকের সেই বিক্ষোভের ফলেই গ্যাস এজেন্সি সঠিক ওজনের সিলিন্ডার দিয়েছে।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp