অরুণাভ বেরা : ঘাটাল ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান প্রাপ্ত ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র অনির্বাণ রায়কে রাজ্য সরকার সংবর্ধনা দিল। ৮ মে বিকাশ ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলী, উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন সহ অন্যান্য আধিকারিকরা। অনির্বাণকে ল্যাপটপ, স্কুল ব্যাগ, হাত ঘড়ি, প্রচুর বই, ফুলের তোড়া ও মিষ্টি উপহার দেওয়া হয়। সাথে আর্থিক পুরস্কার ও ছিল। আধিকারিকরা সংক্ষিপ্ত বক্তব্যে ভবিষ্যতেও এরকম ভালো ফল করার আশা প্রকাশ করেন। ওইদিন অনির্বাণের সাথে তার বাবা ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসক নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মলয় রায় এবং মা তথা ওই হাসপাতালের নার্স ববিতা রায় ছিলেন। মলয়বাবু বলেন ছেলে স্বীকৃতি পাওয়ায় আমি সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকদের ধন্যবাদ জানাই। পি সি চন্দ্র জুয়েলার্স এর তরফ থেকে এ জে এল চন্দ্র মেরিট পুরস্কারের মতো বেসরকারি স্বীকৃতি পেলেও অবশ্যই আরও উৎসাহিত হবে অনির্বাণ। অনির্বাণের মাধ্যমিকে নাম্বার ছিল ৬৭৯। স্কুটিনি ও আর টি আই এর পরে নাম্বার বেড়ে হয় ৬৮১। মাধ্যমিকে একাদশ স্থান থেকে সে উঠে আসে নবম স্থানে। নবম পজিশনে আসার পর এই স্বীকৃতিতে খুব উচ্ছ্বসিত অনির্বাণ।