ব্যতিক্রমী শিক্ষিকার দৌলতে ভালোবাসার পাঠ নিচ্ছে ওরা

ব্যতিক্রমী শিক্ষিকা। পড়াশোনার বাইরেও বহুমুখী শিক্ষাদান করে চলেছেন ঘাটাল মহকুমার এই শিক্ষিকা। শিক্ষিকার নাম মধুমিতা জানা। তিনি রামজীবনপুর চক্রের সনপুর আত‍্যয়িক প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষিকা। বাড়িতে যা হয় না স্কুলেই তা শিখিয়ে চলেছেন তিনি।
অলরাউন্ডার মধুমিতা দেবী মাতৃদরদে শেখাচ্ছেন স্কুলের পাঠ। সঙ্গে রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা।
ক্লাসের ছাত্র ছাত্রীদের সহবতও শিখিয়েছেন তিনি।


শুধু পড়াশোনা করলেই হবে না,শরীর সুস্থ রাখতে চাই যোগা ও খেলাধুলা। বাচ্চাদের নাটক,গান,যোগা সবেরই পাঠ চলছে দেন মধুমিতা ম্যাডাম। এমন ম‍্যাডামকে পেয়ে যারপরনাই খুশি অভিভাবকরাও।

স্কুলের হেডস্যার অজয় নাগ বিদ্যালয়ের এমন উন্নতি দেখে আপ্লুত। সম্প্রতি দিদিনাম্বার ওয়ান খেতাবও জিতেছেন এই শিক্ষিকা। এলাকায় জনপ্রিয় এই শিক্ষিকা ভালোবাসা দিয়ে মন জয়ের পক্ষপাতী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!