•সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ঘাটাল উৎসব ও শিশুমেলাতে নিজেই উপস্থিত হলেন ঘাটাল আদালতের বিচারক। আজ সন্ধ্যায় ২১ জানুয়ারি ঘাটাল আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলীপকুমার দাস নিজেই মেলার ৬ নম্বর স্টলে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। দিলেন আইনি পরামর্শও। যাঁকে দূর থেকে দেখতে হয় সেই বিচারকের সঙ্গে কথা বলতে পেরে আপ্লুত ওই স্টলে উপস্থিত মানুষ জন। প্রসঙ্গত, ঘাটাল উৎসব ও শিশু মেলার ঘাটাল মহকুমা আইনি পরিষেবা সমিতি আইনি সচেতনতার স্টল করেছে। ঘাটাল মহকুমা আইনি পরিষেবা সমিতির সম্পাদক সৌভিক বেরা বলেন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওই সমিতির চেয়ারম্যান। ওই স্টলে আইনের নানা সমস্যার সমাধানের পথ ও পরামর্শ নিতে মেলাতে আগত অনেকেই উপস্থিত হয়েছিলেন। বিচারক তাঁদেরই কয়েক জনের সঙ্গে এদিন কথা বলেন।