আগামীকাল বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে এইডস সচেতনতায় বাড়ি বাড়ি প্রচার ও র্যালি করলো চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট।
চন্দ্রকোনা শহরে বেশকিছু মহল্লায় গিয়ে বাড়িবাড়ি এইডস সচেতনতার প্রচার চালায় কলেজের এনএসএস ইউনিটের ৪০-৫০ জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
এদিন কলেজ থেকে একটি র্যালি বার করা হিয়। এই র্যালি গোটা চন্দ্রকোণা শহর পরিক্রমা করে। কলেজের পক্ষে বাড়িবাড়ি গিয়ে এইডস সম্পর্কে সচেতন করায় খুশি এলাকাবাসী।
কলেজের এন এস এস ইউনিটের তরফে চন্দ্রকান্ত পাইক জানান,তাঁরা ছাত্রছাত্রীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে এইডস সম্বন্ধে সচেতন করে জানিয়েছেন ঠিক কী কী ভাবে এই এইডস কে প্রতিরোধ করা যায়। তাছাড়া পরিবারের সদস্যদের হাতে একটি ফাস্টএইড বক্সও তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পরে কলেজ ক্যাম্পাসে এন এস এস এর পক্ষে এইডস নিয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডঃ গৌতম প্রতিহার।
এই প্রথমবার চন্দ্রকোনা কলেজ এনএসএস ইউনিট এধরনের সামাজিক সচেতনতামুলক কর্মসূচী গ্রহণ করল। এমন কর্মসূচীতে এলাকার মানুষের এতো উৎসাহ দেখে উৎসাহিত এন এস এস কর্তৃপক্ষ।