প্রচারে ক্রমশ কোণ ঠাসা হতে থাকলেও ঘাটাল লোকসভা জুড়ে কোথাও না কোথাও কাজ করছে ভারতী ম্যাজিক। সোনা কেনাবেচা সহ ১১টি মামলা চলছে ভারতী ঘোষের বিরুদ্ধে। মামলা গুলির সবকটিই ২০১৮ থেকে ২০১৯ এর প্রথমের দিকের। একটি মামলারও নিষ্পত্তি হয়নি এখনো। ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী পদে নাম ঘোষনার সাথে সাথেই ভারতী ঘোষ দাসপুর থানার কোল্মীজোড়ের চককৃষ্ণবাটিতে রাজকুমার মাণ্ডলের বাড়ি থেকেই তিনি তাঁর রাজনৈতিক প্রচার চালাতে থাকেন।
একেবারে পাড়ার মধ্যে ঢুকে ভারতী দেবিকে প্রচার চালাতে দেখা যায়। গ্রামের মহিলারা ভারতী ম্যাজিকে বেশি করে মেতেছেন। নতুন প্রজন্মের মহিলারাও ভারতীকে আইকন হিসেবে মানছেন। তাঁকে কাছে পেয়ে অনেক সময়ই নিজের সাথে প্রিয় দিদির একটা সেল্ফি তুলে রাখছেন। বাড়িতে থাকলে রোজ বিকেলে পালা করে ভারতী দেবি সাধারণ মানুষের সাথে দেখা করছেন। ভারতী ঘোষের সাথে ঘাটাল বাসীর এ হেন আত্মিক সম্পর্কের ভিত যত শক্ত হচ্ছে, এই লোকসভা কেন্দ্রের অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে ভোটের ব্যবধানের ফারাকও ততই ব্যাস্তানুপাতিক হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।