•তৃপ্তিপাল কর্মকার: প্রত্যেক বছরই সরস্বতী পুজো এবং দোলের দিন ঘাটাল মহকুমায় একটা না একটা পথ দুর্ঘটনা হয়েই থাকে। কারণ উৎসবের সুযোগে ওই দুটি বিশেষ দিনে কম বয়সী বাইক চালকেরা বাবা,দাদা, কাকা বা অন্যান্য পরিজনের বাইকের চাবি ম্যানেজ করতে পারলেই বন্ধু-বান্ধবীদের নিয়ে বেড়িয়ে পড়ে রাস্তায়। ঠিক কত বেগে বাইক চলল তা খেয়াল থাকে না। সেজন্য আজ ১০ ফেব্রুয়ারি সরস্বতী পুজোতে ঘাটাল পাঁশকুড়া সড়তে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পিডগান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হয়। পশ্চিম মেদিনীপুরের ডিএসপি ট্রাফিক সমীর অধিকারীর নির্দেশেই এই বিশেষ অভিযান চালানো হয়। এদিন বেলিয়াঘাটা-নিমতলার মাঝে এই অভিযানে অনেক বাইক আরোহীকেই আটক করা হয়। কারোর স্পিড ছিল ৮০ কারোর বা ১০০ ছুঁই ছুঁই। তাঁদেরকে ধরে কেসও দেওয়া হয়। প্রসঙ্গত এদিন ক্ষীরপাই চন্দ্রকোণা সড়কের বাঁকা খেঁজুরডাঙাতে মারুতির সঙ্গে বাইকের সংঘর্ষে জখম বাইক চালক। বাইক চালকের নাম সৌভিক পাল। ট্রাফিক পুলিশ জানায়, এই জন্যই এদিনের বিশেষ উদ্যোগ।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন দুর্ঘটনা রুখতে ঘাটালে সরস্বতী পুজোয় স্পিডগান দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ