গতকাল রাত থেকেই দাসপুর-২ ব্লকের বিভিন্ন অঞ্চলে বিপর্যস্ত হয়েছে গ্রাহক পরিসেবা৷ সকালে দাসপুর-২ ব্লকের চাঁইপাট অফিসে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে এসে গ্রাহকেরা দেখেন, অফিস বন্ধ করে চম্পট দিয়েছেন কর্তব্যরত কর্মীরা৷ হটাৎ করে এভাবে পরিসেবা বন্ধ করে দেওয়া ক্ষোভে ফুঁসছেন গ্রাহকেরা৷
চাঁইপাটের বাসিন্দা স্বরূপ দাস বলেন, মাসিক বিল না মেটালে আমাদের পরিসেবা বন্ধ করে দেয় বি.এস.এন.এল৷ অথচ এখন পরিসেবা বন্ধ করে পলিয়েছেন কর্মীরা৷ পরিসেবা কবে স্বাভাবিক হবে তাও আমাদের জানানো হচ্ছে না৷
সূত্রের খবর বিদ্যুৎ দপ্তরে বকেয়া বিল না মেটানোর কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক ওই দপ্তরের এক অস্থায়ী কর্মী বিষয়টি মেনে নিয়ে জানান, ওই অফিসে তিন মাসে বকেয়া প্রায় ১,২২০০০ টাকা মেটাতে কোন রকম উদ্যোগ নেয়নি উর্দ্ধতন কতৃপক্ষ! এর ফলেই গত রাত থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে৷ যার জেরে গ্রাহক পরিসেবা ব্যহত হচ্ছে৷