দাসপুরে নতুন করে ৮০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশুআলয়ে পরিনত হতে চলেছে৷ বার্ষিক শিশুআলয় দিবসে দাসপুর-২ ব্লকের নহলা আদিবাসী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির উদ্বোধনে এসে জানালেন, দাসপুর-২ ব্লক সুসংগত শিশুবিকাশ প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক পল্লবী পালুই৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে মডেল হিসাবে তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই মতো রাজ্যের প্রতিটি ব্লকে ওই কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর কাজ চলছে জোর কদমে৷
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp
দাসপুর-২ ব্লকে ইতিমধ্যে ১০টি শিশুআলয় রয়েছে৷ ১২০ জন কর্মীকে শিশুআলয়ে পঠন-পাঠনের পদ্ধতি সম্পর্কে জানাতে প্রশিক্ষন দেওয়া হয়েছে৷ আগামি বছরের মাঝামাঝি ওই ব্লকের বাকি কর্মীদের প্রশিক্ষনের কাজ সমাপ্ত হবে বলে জানাচ্ছেন সমাজ কল্যানা দপ্তর আধিকারীকেরা৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই বলেন, দাসপুরে একে একে সমস্ত আই.সি.ডি.এস কেন্দ্রগুলিকে শিশুআলয়ে পরিনত করা হবে৷ যে সকল কেন্দ্রে সহায়িকা বা স্থায়ী কর্মী নেই ওই কেন্দ্রগুলিতে দ্রুত কর্মী নিয়োগ করতে ব্লকের তরফে আবেদন জানানো হয়েছে৷
আজ ১১ ডিসেম্বর, নহলার ওই নতুন শিশুআলয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই, সহ-সভাপতি আশিষ হুদাইত, সমাজকর্মী রাজু দোলুই, চাঁইপাট গ্রামপঞ্চায়েতের প্রধান মানা রুইদাস, সাহাচক গ্রামপঞ্চায়েতের প্রধান তাপস দিন্ডা প্রমুখ৷