রাজ্যের বিধানসভা পুষ্প প্রদশর্নীতে ঘাটালের পুষ্পপ্রেমীর ফুল সেরার তকমা পেল। ২৪ ডিসেম্বর ওই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ঘাটালের ওই পুষ্পপ্রেমীর নাম পূর্ণেন্দু হড়। ক্যালকাটা ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিধানসভাতে আয়োজিত শীতকালীন পুষ্প প্রদর্শনীতে ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা পুর্ণেন্দুবাবুর পরিচর্যায় বেড়ে ওঠা আরও বেশ কয়েকটি ফুল পুরস্কৃত হয়েছে। পূর্ণেন্দুবাবু বিগত ১৫ বছরের মতো এবছরও একটি ট্রাকে করে তাঁর পরিচর্যায় ফুটিয়ে তোলা ৫০টি চন্দ্রমল্লিকার টব ২৩ ডিসেম্বর ওই প্রদর্শনীতে নিয়ে যান। সমস্ত ফুলের মধ্যে সেখানে বেস্ট ফুল হিসেবে বিবেচিত হয়েছে পূর্ণেন্দুবাবুর ‘পিটার মে’ প্রজাতির চন্দ্রমল্লিকা। এছাড়াও দুটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যান্য গ্রুপে আটটি প্রথম পুরস্কার, দুটি দ্বিতীয় এবং তিনটি তৃতীয় পুরস্কার পেয়েছেন পূর্ণেন্দুবাবুর স্বামী-স্ত্রীর ফোটানো ফুল। • (ছবিতে) পূর্ণেন্দুবাবুর হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে।