ঘাটালের সম্রাট ক্রিকেট অ্যাকাডেমির পরিচালনা ও উদ্যোগে তিন দিনের ক্রিকেট সিরিজ আয়োজিত হল। ২৩ থেকে ২৫ অক্টোবর এই তিন দিন তিনটি ম্যাচ হয়। ওই সিরিজে সম্রাট ক্রিকেট অ্যাকাডেমি দুটি ম্যাচ জিতে দমদম খেয়ালি ক্রিকেট অ্যাকাডেমিকে হারায়। সম্রাট ক্রিকেট অ্যাকাডেমির কোচ কল্লোল সামন্ত জানান, ঘাটাল থেকে উঠতি প্রজন্মের ক্রিকেট প্রতিভা অন্বেষণের জন্যেই এই উদ্যোগ। দমদমের দলকে পরাজিত করে তিনি আশাবাদী যে, ঘাটাল থেকে নতুন তারকা ক্রিকেটার উঠে আসবেই।