আজ ঘাটাল ব্লকের কুরান হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হল। শুক্রবার ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের মহারাজ বেদস্বরূপানন্দজি। ওই বিদ্যালয়ের শিক্ষক মানস ভট্টাচার্য বলেন, এদিন সকালে পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার পর্যন্ত সমাপ্তি অনুষ্ঠানটি চলবে। বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, সহকারী সভাপতি দিলীপকুমার মাজি, সুলতানপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক প্রমুখ। এদিন বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের পত্রিকা ‘নব-সৃজন’ প্রকাশিত হয়। বিকেলে বিদ্যালয়ের পড়ুয়া ও বহিরাগত কচিকাঁচাদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্যনাট্য ‘রত্নপ্রসবিনী ভারতজননী ও সবার শেষে এদিন বাউল সম্প্রদায়ের ‘সুর ও সঙ্গীত দারুণভাবে প্রশংসিত হয়।