এইসময় পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হল জগন্নাথপুরে

আজ এইসময় পত্রিকার শারদ সংকলন প্রকাশিত হল জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এলাকা ও এলাকার বাইরের বহু সাহিত্যিক ও সাহত্যপ্রেমীদের দেখা গেল। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন এলাকার বিখ্যাত গায়ক বাণেশ্বর মাইতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত কাপাস ও যাদব পাত্র।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।